ফরিদপুরে অর্থ সংকটের কারণে বন্ধের পথে মসজিদ নির্মাণের কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায় গত ৭ বছর যাবত মসজিদটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।
জানা যায় - ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় পল্লী কবি জসিম উদ্দিন এর বাড়ী সংলগ্ন " মান্দারী মোল্লা জামে মসজিদ " টি ২০১৮ সালের দিকে স্হানীয়দের সহযোগিতায় মসজিদির নতুন ভবন নিমার্ণের উদ্যোগ নেন, কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় বর্তমান মসজিদের নির্মাণ কাজ বন্ধের উপক্রম হয়েছে। তাই দেশ বিদেশের সকল মুসলমান ভাই বোনদের কাছে মসজিদ নির্মাণ কাজের জন্য সহযোগিতা চেয়েছেন। নিম্নে মসজিদ কমিটির আবেদন টি হুবহু তুলে ধরা হল -
আসসালামু আলাইকুম
দেশ এবং প্রবাসের সকল দানশীল ভাই বোনদের নিকট আবেদন,আমাদের এই মসজিদটি দীর্ঘ দিন যাবত অর্থ সংকটের কারণে নির্মাণ কাজ বন্ধ হওয়ার পথে, সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের এই মসজিদ নির্মাণ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
--------------------------------------------------------------------------------
মসজিদটির ঠিকানাঃ
পল্লী কবি জসিম উদ্দিন এর বাড়ী সংলগ্ন, উত্তর আলীপুর, অম্বিকাপুর, ফরিদপুর।
--------------------------------------------------------------------------------
বিকাশে দান করুন-
মসজিদ কমিটির বিকাশ নাম্বারঃ
শের আলী : 01717- 648413 (পার্সোনাল)
সিদ্দিক মোল্লা : 01761-881628 ( পার্সোনাল)
সাদেকুল ইসলাম : 01731-847072 ( পার্সোনাল)
--------------------------------------------------------------------------------
ব্যাংকের মাধ্যমে দান করুন -
মান্দারী মোল্লা জামে মসজিদ
হিসাব নম্বরঃ 2050 777 0278342216
ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, অম্বিকাপুর শাখা,
ফরিদপুর ।