শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এখন বিধান মল্লিক, একাধিক সূত্রে জানা যায় আওয়ামীগের সাবেক এমপি শেখ জুয়েল নাম পরিবর্তন করে বিধান মল্লিক নাম দিয়ে ভারতের নাগরিকত্ব নিয়েছেন।
ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রীতিমতো বিব্রতবোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি। আরো পড়ুন....